এইতো আমাদের প্রতিবেশী দেশ, ভারত সম্পর্কে অজানা তথ্যগুলো জানার পর আপনার ছানাবড়া হয়ে যেতে পারে। শুধু আয়তন ও জনসংখ্যার দিক থেকেই নয়, বৈচিত্র্যের দিক থেকেও ভারত একটি বড় দেশ। এই মহান দেশ সম্পর্কে সবকিছু জানা প্রায় অসম্ভব।
এখানে এমন অনেক চমকপ্রদ জিনিস রয়েছে যা আপনাকে ভারত সম্পর্কে আরও কৌতূহলী করে তুলবে। এর আগে আমরা জাপান সম্পর্কে অজানা তথ্য নিয়ে কথা বলেছিলাম, সেই লেখাটিও পড়তে পারেন।
ভারত সম্পর্কে অজানা তথ্য
১. হিন্দি ভারতের জাতীয় ভাষা নয়
২০টিরও বেশি দাপ্তরিক ভাষা রয়েছে এবং হিন্দি তাদের মধ্যে একটি। কিন্তু এটি ভারতীয়দের জাতীয় ভাষা নয়। সরকারি ভাষা হল, এমন একটি ভাষা যা একটি দেশ সরকারি পর্যায়ে যোগাযোগ করার জন্য ব্যবহার করে। আসলে, চেন্নাইয়ের মতো ভারতে এমন কিছু শহর রয়েছে, যেখানে মানুষ হিন্দিতে যোগাযোগ করে না, তারা তামিল, মারাঠি, তেলেগু, এই সব ভাষায় কথা বলে।
২. ঘরের দরজা নেই

জ্বি, এটা সত্য, ভারতের শনি শিংনাপুর গ্রামে এই অবস্থা। ঐ গ্রামের কোন ঘরে এমনকি স্বর্ণের দোকানেও দরজা বা তালা থাকে না। বিগত ৪০০ বছর ধরে ঘরে চুরির কোন অপরাধের রেকোর্ডও নেই।
৩. পুরুষরা নিজেদের জন্য নারী পুরুষ সমতা দাবি করে
ভারতে এমন কিছু জায়গা আছে যেখানে একজন পুরুষ একজন নারীকে বিয়ে করে তার শ্বাশুড়ির বাড়িতে চলে যায়। লাক্ষাদ্বীপের মিনিকয়-এ খাসি এবং টি তিনি মাতৃতান্ত্রিক মুসলিমরা এর কয়েকটি উদাহরণ। সেখানকার পুরুষেরা তাদের জন্য সমতা দাবি করে।
৪. ভারতের কোনো জাতীয় খেলা নেই
হকি নয় এবং দাবা তো অবশ্যই নয়। আরটিআই-এর জবাব কেন্দ্র জানিয়েছে, ভারতের কোন জাতীয় খেলা নেই।
৫. মহাকাশ থেকে কুম্ভ মেলা দেখা যায়
কুম্ভমেলায় জমায়েত এতটাই বড় যে মহাকাশ থেকে তা দেখা যায়। তাহলে ভাবুন সেখানে কত মানুষ আসে।

৬. দ্রুততম ক্রমবর্ধমান শহর
ভারতের কিছু শহর ২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান শহর এবং শহুরে এলাকার তালিকায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে গাজিয়াবাদ, সুরাট, ফরিদাবাদ এই শহরগুলি বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান শহর।
৭. খোলা মাঠে মলত্যাগ করে
ইউনিসেফের মতে, ভারতে ৬২০ মিলিয়ন লোক আছে যারা কিনা, খোলা জায়গায় মলত্যাগ করে। আর এই সংখ্যা গ্রামীণ এলাকায় বেশী। ইতোমধ্যে অনেক টয়লেট স্থাপন ও ক্যাম্পেইন করা হয়েছে। কিন্তু, তাতেও তেমন কাজ হয় নি।
৮. USB একজন ভারতীয়-আমেরিকান কম্পিউটার স্থপতি দ্বারা আবিষ্কৃত হয়েছিল
কম্পিউটারে যে আমরা USB ক্যাবল ব্যবহার করি, এটা কার তৈরি। জ্বি, অজয় ভি ভট্ট হলেন USB-র পিছনের লোক। আপনি তাকে AGP (Accelerated Graphics Port), PCI Express, Platform Power Management Architecture এবং অন্যান্য বিভিন্ন চিপ-সেট উন্নতির জন্যও কৃতিত্ব দিতে পারেন।
৯. ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন বেয়ার গ্রিলস
বিখ্যাত শো-এর উপস্থাপক, ম্যান ভার্সেস ওয়াইল্ড, বেয়ার গ্রিলস সবসময় তিনি তার জীবনের সাথে দুঃসাহসিক কিছু করতে চেয়েছেন। অবাক হওয়ার কিছু নেই, তাঁর প্রথম পছন্দ ছিল ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া। স্কুল থেকে বেরিয়েই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন বেয়ার গ্রিলস

১০. ক্যালকুলাস এবং ত্রিকোণমিতি
ক্যালকুলাস এবং ত্রিকোণমিতি ভারত থেকেই এসেছে, ছাত্ররা যতই ঘৃণা করুক না কেন। ভারতই এর জন্য দায়ী আসলে।
১১. সর্ববৃহৎ সেনা অবদানকারী
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় সেনা অবদানকারী দেশ হল ভারত। এভাবেই তারা হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে।
১২. বিশ্বের সবচেয়ে বড় স্কুল

লখনৌয়ের সিটি মন্টেসরি স্কুল শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম স্কুল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ২০১১ সালের ২৯ শে ডিসেম্বর ভারতের লখনৌয়ের সিটি মন্টেসরি স্কুলে ৩৯,৪৩৭ জন শিক্ষার্থী এবং ২,৫০০ জন শিক্ষক ছিলেন।
১৩. ভারতীয় রেলওয়েতে ১.৪ মিলিয়নেরও বেশি কর্মী রয়েছে
এটি ত্রিনিদাদ ও টোবাগো, এস্তোনিয়া, মরিশাস, বাহরাইন, সাইপ্রাস, লুক্সেমবার্গ, আইসল্যান্ড, লিচেনস্টাইন, মোনাকো এবং ভ্যাটিকান সিটির জনসংখ্যার চেয়ে বেশি।
১৪. ইংরেজিভাষী জনসংখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ভারতে বিশ্বের বৃহত্তম ইংরেজিভাষী জনসংখ্যা রয়েছে ভারতের মুল জনসংখ্যার তুলনায় ভারতের মাত্র ১১.৩৮% মানুষ এই ভাষা জানেন।
১৫. বেনেডিক্ট কাম্বারব্যাচ দার্জিলিঙের শিক্ষক ছিলেন

অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ ভারতের দার্জিলিঙের একটি তিব্বতি মঠে ইংরেজি শিক্ষক হিসাবে স্বেচ্ছায় কাজ করেছিলেন। শার্লকের চরিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত এই অভিনেতা দার্জিলিঙে ইংরেজি শেখাতে এক বছরের ব্যবধানে সময় নিয়েছিলেন। তার মানে উনি একজন ভারতীয় শিক্ষক। কত লাকি সেখানের স্টুডেন্টরা।
১৬. প্রথম রকেট ট্রান্সপোর্ট
ভারতের প্রথম রকেট একটি বাইসাইকেলে (১৯৬৩) এবং একটি গরুর গাড়িতে প্রথম স্যাটেলাইট (১৯৮১) বহন করা হয়েছিল। আসলেই তারা অনেক দূর এগিয়েছে।
১৭. ভারতের মহাকাশ কর্মসূচি
বাজেটের সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও, ভারতের মহাকাশ কর্মসূচি বিশ্বের শীর্ষ ৫ টি মহাকাশ কর্মসূচির মধ্যে একটি। আপনার মার্স অরবিটার মিশনের কথা মনে আছে? এটি ছিল মঙ্গলগ্রহে সবচেয়ে চিপ মিশন। চীনও এই দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, চীন সম্পর্কে অজানা তথ্য লেখাটি পড়লে বুঝতে পারবেন।
১৮. পেন্টিয়াম চিপ
পেন্টিয়াম চিপ আবিষ্কার করেছিলেন একজন ভারতীয়। ইন্টেলের অত্যন্ত সফল পেন্টিয়াম প্রসেসরের বিকাশে তার অবদানের জন্য বিনোদ ধামকে পেন্টিয়াম চিপের পিতাও বলা হয়।
১৯. ভারত প্লাস্টিক সার্জারির আবিষ্কার
সুশ্রুত, একজন প্রাচীন ভারতীয় সার্জন, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে প্লাস্টিক ও ছানি অস্ত্রোপচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সুশ্রুত এবং চরক, মূলত সংস্কৃত ভাষায়, উভয়ের চিকিৎসা কাজ পরে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ চিকিৎসকরা দেশীয় পদ্ধতিতে রাইনোপ্লাস্টি সঞ্চালিত হতে দেখার জন্য ভারত ভ্রমণ করেছিলেন।
২০. অভিনেতা বেন কিংসল
অভিনেতা বেন কিংসলের জন্মনাম কৃষ্ণ পণ্ডিত ভাঞ্জি এবং তিনি ভারতীয় বংশোদ্ভূত। ৪০ বছরেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে তিনি অস্কার, গ্র্যামি, বাফটা, দুটি গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড পুরস্কার জিতেছেন।

২১. বোতাম আবিষ্কারক
বোতামগুলি ভারতে উদ্ভাবিত হয়েছিল, হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন , শার্ট বোতাম যা আমরা সবাই ব্যবহার করি।
২২. হীরার দেশ
১৯৮৬ সাল পর্যন্ত ভারতই ছিল একমাত্র সরকারি স্থান, যেখানে হীরা পাওয়া যেত।
২৩. ডলফিনকে ‘অ-মানব ব্যক্তি’ হিসাবে বিবেচনা করা হয়
ডলফিন অত্যন্ত বুদ্ধিমান প্রাণী যা সংস্কৃতিও প্রদর্শন করে, যা দীর্ঘকাল ধরে মানুষের কাছে অনন্য বলে বিবেচত হয়। আর ঠিক এই কারণেই ভারত সরকার ঘোষণা করেছিল যে আমরা মানুষের সাথে যেমন আচরণ করি ,তাদের সাথে ও তেমন আচরণ করা উচিত। ভারতেও ডলফিন বন্দী নিষিদ্ধ।
২৪. সবচেয়ে বেশী বৃষ্টি পাত
মেঘালয় গ্রাম পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থানের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। বছরে প্রায় ১১,৮৭৩ মিলিলিটার বৃষ্টিপাত হয়। মেঘালয়ে বর্ষা ঋতু ছয় মাস স্থায়ী হয়। সুতরাং, বর্ষাকালে আপনি যদি ছাতা ছাড়া সেখানে বের হন, তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে।
২৫. গরুকে পবিত্র মনে করা হয়

গরুর কালো ভূনা কিংবা হ্যামবার্গার যদি আপনার খাদ্যের নিয়মিত অংশ হয়, তাহলে ভারতে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যেতে হবে! ভারতীয় সংবিধানে গরু হত্যাকে অপরাধ হিসাবে ধরা হয়। এমনকি গরুর যেখানে খুশি ঘোরাঘুরি করার স্বাধীনতাও রয়েছে। কেননা, গরুকে তারা পবিত্র মনে করে এবং গাভীকে গোমাতা বলা হয়।
২৬. চলচ্চিত্রের সবচেয়ে বড় প্রযোজক
ভারত বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রযোজক, এর মধ্যে রয়েছে বলিউড, কলিউড এবং অন্যান্য সকল চলচ্চিত্র শিল্প।
২৭. ব্যক্তিগত ডাকটিকিট
যে কেউ ভারতে ব্যক্তিগত ডাকটিকিট পেতে পারেন আপনি সরকার থেকে আপনার নিজের ছবি সম্বলিত ডাকটিকিটের অনুমোদন পেতে পারেন।
২৮. সর্বোচ্চ ক্রিকেট পিচ
হিমাচল প্রদেশের চেইল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট পিচ, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪৪৪ মিটার উচ্চতায় অবস্থিত।
২৯. বেঙ্গালুরের অফিস সাপ্লাই
ব্যাঙ্গালোর ২০০৬ সাল থেকে তার অফিস সাপ্লাই ছয়গুণ বৃদ্ধি করেছে, এতে অবাক হওয়ার কিছু নেই, অনেক স্টার্ট-আপ সেখানে উদীয়মান হচ্ছে।
৩০. ঘুড়ি উড়ানো

মকর সাক্রান্তিতে যে ঘুড়ি উড়ানো হয় তা আসলে ভারতীয়দের দ্বারা উদ্ভাবিত হয়নি, এগুলো উদ্ভাবন করেছে চীন।
৩১. রাজমা
রাজমা আমরা যতটা মনে করি ততটা ভারতীয় নয়, কিডনি বিন্স আসলে মেক্সিকো থেকে ভারতে এসেছিল এবং পরবর্তীতে তা ভারতীয় রন্ধন প্রণালীর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
৩২. ফ্রেডি মার্কারি
ফ্রেডি মার্কারি, বিখ্যাত ব্যান্ড কুইনের প্রধান গায়ক ছিলেন , তার বাবা-মা ভারতীয়,তারা গুজরাটের পার্সি ছিলেন।
পরিশেষে
এই ছিল আজকে ভারত সম্পর্কে অজানা তথ্য নিয়ে কিছু কথা। আমাদের অজানা তথ্য ক্যটেগিরিতে এরকম আরও চমৎকার লেখা পাবেন।